নারীসহ আটক ৭ এরা ব্ল্যাকমেইল করে চাঁদাবাজি করতো
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২, ০৫:৫৫ বিকাল | অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। সেই সূত্র ধরে ব্ল্যাকমেইলিং ও পর্নোগ্রাফির মাধ্যমে চাঁদাবাজি করতো একটি সংঘবদ্ধ চক্র। এমন অভিযোগে চক্রের দুই নারী সদস্যসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২২ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১ এর একটি দল।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ব্ল্যাকমেইলিং ও পর্নোগ্রাফির মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে দুই নারী সদস্যসহ ৭ জনকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব। তবে এ বিষয়ে আজ মঙ্গলবার কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭