শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, এমন কথা বলিনিঃ পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২, ১২:৩৩ রাত | অনলাইন সংস্করণ
|
শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতে গিয়ে এমন কথা বলিনি। এটা একটা ডাহা মিথ্যা কথা। নির্বাচন নিয়েও কোনো কথা বলিনি। আমি এই অভিযোগের ধারে কাছেও নেই। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। নির্বাচন নিয়ে ভারতে গিয়ে কোনো কথা বলেননি দাবি করে মন্ত্রী বলেন, গ্লোবাল কনটেক্সটে যে অস্থিতিশীলতা হচ্ছে, সেটা নিয়ে কথা বলেছি। এর আগে গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়। এমনকি আওয়ামী লীগের মধ্যেও মন্ত্রীর এই মন্তব্য নিয়ে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়া তার পদত্যাগ চেয়ে আইনি নোটিশও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭