নেত্রকোণায় ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট ২০২২, ১১:৪৬ রাত | অনলাইন সংস্করণ

“বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে নেত্রকোণায় শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা।

শনিবার সকালে শহরের পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।এর আগে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে মেলা প্রাঙ্গনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।
এ মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা নার্সারী মালিককরা ১৬টি স্টল বসিয়েছে। এসব স্টলে রয়েছে নানা ধরনের বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা। রয়েছে বাহারী ফুলের চারাও।

 

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭