পেট্রোবাংলার মহাব্যবস্থাপক হুমায়ুন আশরাফ আর নেই
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট ২০২২, ০৭:১৮ বিকাল | অনলাইন সংস্করণ

পেট্রোবাংলার সাবেক মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন আশরাফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোর ৫টায় একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার নামাজে জানাজা আজ বাদ জোহর নিজ  বাসভবন সংলগ্ন (৭নং গলি, আর কে মিশন রোড, গোপীবাগ) মসজিদে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে মৃতদেহ তার গ্রামের বাড়ি বরিশালের ঝালকাঠিতে দাফন করা হবে। তিনি তৎকালীন পশ্চিম জার্মান সরকারের অর্থায়নে পরিচালিত জার্মান জিওলজিক্যাল এডভাইজারি গ্রুপে একজন ভূপদার্থবিদ হিসেবে তেল ও গ্যাস অনুসন্ধান, সাইসমিক জরিপ পরিচালনা ও খনন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

এছাড়া তিনি মার্কিন জিওলজিক্যাল সার্ভের সঙ্গে যুক্ত থেকে রিসোর্স এসেসমেন্ট কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার স্ত্রী জিনাইদা ইরফাত ছিলেন পরিকল্পনা কমিশনে বিভগীয় প্রধান ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কানাডা প্রবাসী এক কন্যা রেখে গেছেন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭