তীব্র রোদে সব শুকিয়ে চৌচির,কৃষকের কপালে চিন্তার ভাঁজ
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট ২০২২, ০৪:২৩ সকাল | অনলাইন সংস্করণ

তীব্র রোদে বৃষ্টির পানির অভাবে আমন ধানের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কৃষকের চোখে মুখে এখন চিন্তার ভাঁজ। চলতি মৌসুমে দেখা নেই বৃষ্টির। জমিতে পানি না থাকায় আমন ধান লাগাতে পারছেন না কৃষক। পানির অভাবে জমিতে রোপণ করা ধান গাছ মরে যাচ্ছে। জমির মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমন ধান চাষ সম্পূর্ণ পানির ওপর নির্ভরশীল হওয়ায় বিপাকে পড়েছেন, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার হাজারো কৃষক।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার অনেক কৃষক জানান, আমন ধানের মৌসুম শুরু থেকে তেমন বৃষ্টির দেখা নেই। কিছু দিন আগে কিছু পরিমান বৃষ্টি হয়েছিল সেই পানি থেকে নিচু অংশের জমিতে চারা রোপণ করেছিল। এখন পানির অবাবে রোপন করা সেই চারা গুলি শুকিয়ে যাচ্ছে।

কেন্দুয়া উপজেলার কৃষি অফিস সুত্রে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ২০ হাজারের উপর হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল।উপজেলা কান্দিউড়া, নওপাড়া ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায় ,এই চলতি মৌসুমে অনেক কৃষক তাদের ফসলি জমির চারা গাছ বাঁচাতে ইঞ্জিল চালিত ও বিদ্যুৎ চালিত মিশিয়ে মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন।

 

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭