এদিকে ইউক্রেনে এখনো রুশ হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবারও রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউক্রেনীয় শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এর আগে হামলার শিকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলাকাটি খুব বেশি দূরে নয়। রাশিয়ান ও ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেন পুতিন। এ যুদ্ধে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। উদ্বাস্তু হয়েছেন লাখ লাখ মানুষ। চলমান যুদ্ধে রুশ বাহিনী ৩ হাজার ৬৫০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল।
এর মধ্যে পশ্চিমা যন্ত্রাংশে নির্মিত ক্ষেপণাস্ত্রও রয়েছে। এতে যেমন বেসামরিক অনেক মানুষের মৃত্যু হয়েছে, তেমনি ধ্বংস হয়ে গেছে শপিং সেন্টার, হাসপাতাল, স্কুলসহ অনেক বেসামরিক স্থাপনা। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে মস্কোর ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা