শোকাবহ আগষ্টে রূপগঞ্জের ৯০ টি স্পটে ঘুরলেন গোলাম দস্তগীর গাজী
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট ২০২২, ০৪:৩৩ সকাল | অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যঃ সুসংগঠিত আওয়ামীলীগ

 চলছে শোকাবহ আগষ্ট মাস। আর আগষ্ট মাস মানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল। আগষ্টের প্রথম দিন থেকেই রূপগঞ্জে শুরু হয় মিলাদ ও আলোচনসভা। গত ১৫ দিনে রূপগঞ্জের ২ টি পৌরসভা, ৭ টি ইউনিয়ন ও চনপাড়া পূর্নবাসনের ১ টি সাংগঠনিক ইউনিয়ন সহ মোট ৯০ টি ওয়ার্ডের স্পটে স্পটে ঘুরেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)। আর গোলাম দস্তগীর গাজীর এমন সিদ্ধান্তে ঘুরে দাঁড়িয়েছে রূপগঞ্জ উপজলো আওয়ামীলীগ। আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, সুসংগঠিত হয়েছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো। উপজেলা আওয়ামীলীগের সব নেতাকর্মী গোলাম দস্তগীর গাজীর হাতকে শক্তিশালী করতে একত্রিত হয়ে মাঠে নেমেছেন। আগামী নির্বাচনে গোলাম দস্তগীর গাজীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন নেতাকর্মীরা। প্রত্যেক সভায় জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যদের জন্য জান্নাত এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করা হয়। 
জানা গেছে, এবার পহেলা আগষ্ট থেকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে রূপগঞ্জে জাতির জনকের শাহাদাৎবার্ষিকী উদযাপন শুরু হয়। গত ১৫ দিনে তিনি ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী  ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারাব পৌরসভা ও কাঞ্চন পৌরসভা, কায়েতপাড়া ইউনিয়ন, মুড়াপাড়া ইউনিয়ন, রূপগঞ্জ ইউনিয়ন, গোলাকান্দাইল ইউনিয়ন, ভুলতা ইউনিয়ন, দাউদপুর ইউনিয়ন,  ভোলাব ইউনিয়ন ও চনপাড়া (সাংগঠনকি ইউনিয়ন) এর সবকটি অর্থাৎ মোট ৯০ টি ওয়ার্ডে জাতির জনকের শাহাদাৎবার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেন। এভাবে পুরো উপজেলার সবগুলো ওয়ার্ড পর্যায়ে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করার ইতিহাস গড়লেন গোলাম দস্তগীর গাজী এমনটাই বললেন নেতাকর্মীরা। 


নেতাকর্মীরা বলেন,  প্রত্যেক ওয়ার্ডে গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত অর্থায়নে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দলের জন্য এমন নেতা পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাস বলেন, গাজী স্যার ৯০ টি ওয়ার্ডে ঘুরে ঘুরে শোক সভা করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। বাংলাদেশে আর একটাও এমপি খুঁজে পাওয়া যাবেনা যে কিনা প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি সভায় যোগদান করেছেন! কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, গাজী স্যারের বিকল্প নেই রূপগঞ্জে। আগামী নির্বাচনে আমরা আবারো  গোলাম দস্তগীর গাজী স্যারকে এমপি ও মন্ত্রী হিসাবে দেখতে চাই। 
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া বলেন, রূপগঞ্জের উন্নয়নের রূপকার গোলাম দস্তগীর গাজী। গাজীর ছোঁয়ায় রূপগঞ্জে উন্নয়নের বিপ্লব ঘটে গেছে। গাজী ভাই আমাদের রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, গাজী সেতু, ভূলতা ফ্লাইওভার সহ এমন সব মেগা প্রকল্প উপহার দিয়েছেন যা অতীতে আমরা কল্পনাও করিনি। সত্যিই রূপগঞ্জে গাজী ভাইয়ের বিকল্প নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজী ভাইকে পুনরায় সংসদ সদস্য হিসেবে পেতে চাই।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭