টুমরো হোল্ডিংস কোম্পানিকে ৮১০ কোটি ডলার জরিমানা
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট ২০২২, ১২:৫৭ রাত | অনলাইন সংস্করণ
|
চীনা বংশোদ্ভূত কানাডার ধনকুবের সিয়াও জিনহুয়াকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন সাংহাইয়ের একটি আদালত। সিয়াও এবং তাঁর কোম্পানির বিরুদ্ধে অবৈধভাবে জনসাধারণের আমানত আত্মসাৎ, জিম্মায় রাখা সম্পত্তি ব্যবহারে প্রতারণা, তহবিলের অবৈধ ব্যবহার ও ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। একই সঙ্গে তার টুমরো হোল্ডিংস কোম্পানিকে রেকর্ড ৫ হাজার ৫০৩ কোটি ইউয়ান (৮১০ কোটি ডলার) অর্থদণ্ড করা হয়েছে। সিয়াওকে তাঁর অপরাধের জন্য কারাদণ্ডের পাশাপাশি ৬৫ লাখ ইউয়ান অর্থদণ্ডও দিয়েছেন আদালত। শুক্রবার (১৯ আগস্ট) ‘সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট কোর্ট’ এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেছেন, সিয়াও এবং টুমরো হোল্ডিংস ‘আর্থিক ব্যবস্থাপনা কাঠামো মারাত্মকভাবে লঙ্ঘন করেছে’ এবং ‘রাষ্ট্রীয় আর্থিক নিরাপত্তার ক্ষতিসাধন করেছে’। আদালত আরও বলেছে, আর্থিক তদারকি এড়াতে ও অবৈধ সুবিধা পেতে সিয়াও এবং টুমরো হোল্ডিংস ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত সরকারি কর্মকর্তাদের কোম্পানির শেয়ার, আবাসন, নগদ অর্থ ও অন্যান্য সম্পদ মিলিয়ে ৬৮ কোটি ইউয়ান দিয়েছিল। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭