জার্মানিতে গ্যাসের উপর ভ্যাট কমানোর ঘোষণা
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট ২০২২, ১২:৪৩ রাত | অনলাইন সংস্করণ
|
জার্মানিতে গ্রাহকদের উপর বাড়তি দামের চাপ কমাতে সাময়িকভাবে প্রাকৃতিক গ্যাসের উপর কর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। চ্যান্সেলর ওলাফ শোলৎজ এক ঘোষণায় বলেছেন, তার সরকার ২০২৪ সালের মার্চ পর্যন্ত গ্যাসের উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৯ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে চ্যান্সেলর শোলৎজ বলেন, গ্যাসের ক্রমবর্ধমান দাম নাগরিকদের জন্য একটি বড় বোঝা। গ্যাসের দাম বাড়ার ফলে বিদ্যুতেরও দাম বাড়াতে হচ্ছে। গ্রাহকদের স্বস্তি দিতে গ্যাসের উপর ভ্যাট কমানো হচ্ছে। গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে আরও কয়েকটি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে তা ঘোষণা করা হবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে প্রাকৃতিক গ্যাসের পাইকারি দাম বৃদ্ধির পাশাপাশি জার্মান গ্রাহকদের বিশ্ববাজারে নতুন সরবরাহ খুঁজতে হচ্ছে। এর ফলে জার্মান জ্বালানি কোম্পানিগুলোকে সহায়তা করার জন্য নতুন সারচার্জ দিচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে গ্যাসের উপর ভ্যাট কমানোর কারণে সরকারি কোষাগারের উপর বড় চাপ পড়বে। এ ব্যাপারে ওলাফ শোলৎজ বলেন, গ্যাসের উপর কর কমিয়ে জার্মান গ্রাহকদের প্রতি ন্যায়বিচার করা হয়েছে। এই সংকটের সময় দেশ যাতে ঐক্যবদ্ধ থাকে তা নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নিয়েছে সরকার। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭