রাজধানীর উত্তরায় ৫০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট ২০২২, ১০:৫০ রাত | অনলাইন সংস্করণ

উত্তরায় ৫০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে উত্তরা রানিং ক্লাব ও উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ৪ এ প্রতিযোগিতার আয়োজন করে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১০টা থেকে শুরু করে আজ শুক্রবার (১৯ আগস্ট) ভোর ৬টায় শেষ হয় এ প্রতিযোগিতা।

ম্যারাথন দৌড় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ এর সিনিয়র সহ সভাপতি মো. হারুন-অর-রশিদ, এবং উত্তরা কল্যাণ সমিতির সেক্টর-৪ এর সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির আহম্মেদ। 

এ সময় শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এটি একটি সুন্দর উদ্যোগ নিজেকে সুস্থ রাখতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। আর ব্যায়ামের মধ্যে সবচেয়ে ভালো হলো দৌড়। যদি সকালে দৌড়াতে পারেন তাহলে শুধু নিজেই ফিট থাকবেন না বরং বিভিন্ন রকমের রোগের সঙ্গে লড়াই করতে পারবেন। যদি কেউ প্রতিদিন নিয়মিত দৌড়ায়, ফুটবল খেলে, ইয়োগা করে, এ সবই নিজেকে সুস্থ রাখার জন্যই করে থাকেন। এ সময়ে আয়োজকদের তিনি ধন্যবাদ জানান।

ম্যারাথন দৌড় প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ এর সভাপতি মেজর আনিসুর রহমান (অব:)।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭