অর্থ-সম্পদ নিয়ে বিখ্যাত ৭ উক্তি আপনি কী জানেন ? না জানলে জেনে রাখুন
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট ২০২২, ০১:২৯ রাত | অনলাইন সংস্করণ

৪. জিম রনেরআরেকটি বিখ্যাত উক্তি, ‘কখনো বলবেন না যে পরিস্থিতি যদি আরেকটু সহজ হতো! বরং নিজের পারফরম্যান্স আরও ভালো করার ওপর গুরুত্ব দিন। চাইবেন না যেন সমস্যা আরেকটু কম হয়। বরং নিজের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ান। বলবেন না যে আরেকটু কম চ্যালেঞ্জ হলে ভালো হতো। বরং নিজের বিজ্ঞতা বাড়ান, যাতে সহজেই আপনি চ্যালেঞ্জ উতরে যেতে পারেন।’

৫. ৭১ বছর বয়সী মার্কিন অর্থ উপদেষ্টা, লেখক সুজান লিন অরম্যান বলেন, ‘যেটা আপনার দরকার নেই, সেটা আপনি কিনবেন না। আর যেটা ছাড়াও আপনার চলছে ও চলবে, যেটা প্রত্যক্ষভাবে আপনার জীবনে কোনো “মূল্য সংযোজন” করে না, সেটা কেনা বন্ধ করুন। মানুষকে দেখানোর জন্য জিনিস কিনে ঘর ভরবেন না। বিশেষ করে তাদের দেখানোর জন্য, যাঁদের আপনি পছন্দও করেন না।’

৬. গ্রিক দার্শনিক এপিকটেটাস বলেন, ‘সম্পদ আপনার চাহিদার ওপর নির্ভরশীল। আপনার যা আছে, তার চেয়ে আপনার চাহিদা কম হলেই আপনি ধনী। আর আপনার যতই থাকুক না কেন, আপনার চাহিদা যদি তার চেয়ে বেশি হয়, তাহলে আপনি দরিদ্র।’

৭. রেডি উইট, মোটিভেশনাল স্পিচ আর উক্তির জন্য ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয় শাহরুখ খান। একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘দার্শনিক হওয়া ভালো। তবে ধনী হওয়ার আগে নয়। একবার ধনী হয়ে যাওয়ার পর আপনি দার্শনিক হন। তখন আপনি সফল দার্শনিক। কেননা, অর্থ না থাকলে কেউ আপনার কথা শুনবে না।’

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭