কে এই নাজমুন নাহার ? কেনো পেলেন "সাকসেস অ্যাওয়ার্ড-২০২২ "
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট ২০২২, ০১:০২ রাত | অনলাইন সংস্করণ

নাজমুন নাহার সোহাগী বাংলাদেশী বংশোদ্ভূত এক মুসলিম নারী যিনি সর্বমোট ১৪৪ টি দেশ ভ্রমণের বিরল রেকর্ড গড়েছেন। তাঁর জন্ম লক্ষীপুর এ। তিনি বাংলাদেশের প্রথম নারী যিনি এতগুলো দেশ ভ্রমণ করেছেন। ভ্রমণের সময় সবসময়ই তাঁর কাছে থাকে বাংলাদেশের পতাকা।

প্রথম বাংলাদেশি হিসেবে ১৫৫ দেশ ভ্রমণের রেকর্ড অর্জন করেন নাজমুন নাহার। বিশ্বের ১৫৫ দেশে লাল সবুজের পতাকা বহনের কৃতিত্ব স্বরূপ গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে নাজমুন নাহারকে ‘সাকসেস অ্যাওয়ার্ড ২০২২’ ও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় বিভিন্ন সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট নাজমুন নাহারের হাতে তুলে দেন সাকসেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মো. মোশারফ হোসেন। ইতোপূর্বে এই সম্মাননাটি পান এভারেস্ট বিজয়ী মুহিতসহ অন্যান্য সফল ব্যক্তিত্বরা।

‘স্ট্রাগল টু সাকসেস’- শিরোনামে আয়োজিত নাজমুন নাহারের এই অ্যাওয়ার্ড ও সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর বিশেষ কৃতিত্ব তুলে ধরেন অনুষ্ঠানের উপস্থাপক। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সাকসেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোশারফ হোসেন বলেন, নাজমুন নাহারের অবদান বাংলাদেশের জন্য সত্যিই গর্বের। নাজমুন স্ট্রাগল করে সাকসেস হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। তাই আমরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিদ্যাপীঠে সাকসেস ফাউন্ডেশন আয়োজিত সাকসেস অ্যাওয়ার্ড ২০২২ প্রাপ্তির সম্মাননা ও গৌরবে ভূষিত করলাম। 

এরপর বাংলাদেশ টেলিভিশনের শিল্পী শামীম রেজা নাজমুন নাহারকে নিয়ে রচিত সংগীত পরিবেশন করেন। এছাড়াও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বাংলাদেশের পতাকাবাহী সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী প্রথম বাংলাদেশি নাজমুন নাহার ১৫৫তম দেশ হিসেবে ভ্রমণ করেন তাজিকিস্তান। দেশে-বিদেশে এই প্রজন্মের নারীদের জন্য এক উদাহরণ সৃষ্টি করেন নাজমুন।  

নাজমুন নাহার লন্ডনে পেয়েছেন স্পেশাল এওয়ার্ড, বাংলাদেশে পেয়েছেন উইমেন ওয়ারিয়র অ্যাওয়ার্ড ও ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ড।‌ এছাড়া তিনি পেয়েছেন অনন্যা শীর্ষ দশ সম্মাননা, পিস রানার অ্যাওয়ার্ড, বিদ্রোহী নারী সম্মাননা, মিস আর্থ কুইন অ্যাওয়ার্ড, গেম চেঞ্জার অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন অব বাংলাদেশ, গ্লোব অ্যাওয়ার্ড, অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল সম্মাননা, জনটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, তিন বাংলা সম্মাননা ও রেড ক্রিসেন্ট মোটিভেশনাল অ্যাওয়ার্ড।

 

নিউজ ডেস্ক। দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭