অর্থনীতি অলিম্পিয়াডে দলীয়ভাবে ১৮তম স্থানে বাংলাদেশ
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ০৭:৩৩ বিকাল | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড-২০২২-এ একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। দলীয়ভাবে ১৮তম স্থান লাভ করেছে বাংলাদেশ। ২০১৯ সাল বাংলাদেশ নিয়মিত এ অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।

চীনে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে অংশ নেন মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ফারহান মাশরুর, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের রিজ মোহাম্মদ হোসেন খান, স্কলাস্টিকার শিক্ষার্থী সামাহ আয়না কবির ও আরিয়েন ইসলাম এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মদ আরহাম চৌধুরী।

এদের মধ্যে রৌপ্য জিতেছেন রিজ মোহাম্মদ হোসেন খান আর ব্রোঞ্জ জিতেছেন ফারহান মাশরুর।

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড হলো বিশ্বে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত অর্থনীতি বিষয়ক সবচেয়ে বড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বড় সফলতার পর বাংলাদেশ দল এখন ওয়ার্ল্ড ইকোনমিকস কাপ তথা অর্থনীতির বিশ্বকাপে বাংলাদেশ পতাকা ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭