গ্যাস্ট্রিক কি ? পেটে-বুকে জ্বালাপোড়া মানেই কি গ্যাস্ট্রিক ?
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ০৫:৫৮ বিকাল | অনলাইন সংস্করণ
|
গ্যাস্ট্রিক সবারই আছে, কেননা গ্যাস্ট্রিক শব্দের অর্থ পাকস্থলী। তবে সেই পাকস্থলীতে ঘা বা আলসার কয়জনের আছে? পেটে বা বুকে জ্বালাপোড়া মানেই কি পেপটিক আলসার বা অতি পরিচিত গ্যাস্ট্রিক? আমাদের রোগীদের বুক ও পেট জ্বালাপোড়ার অন্যতম কারণ কিন্তু গ্যাস্ট্রোইসুফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD), যেখানে পাকস্থলীর এসিড উপরের খাদ্যনালীতে উঠে আসে। এর বিভিন্ন কারণ আছে। তবে এর জন্য অন্যতম দায়ী আমাদের খাদ্যাভ্যাস। সাথে আছে ফাংশনাল ডিসপেপসিয়া, যেখানে কার্যত খাদ্যনালীতে কোনো সমস্যা থাকে না, মানসিক সমস্যাই মূল। এ ছাড়া অনেকেই হৃদযন্ত্রের ব্যথাকেও গ্যাস্ট্রিক মনে করে ওষুধ খেতে থাকেন। আলসারের টেস্ট করা ছাড়াই মানুষজন একে অন্যের কথা শুনে ভাবতে থাকে, তার আলসার হয়েছে। আর আলসার হলে তার জন্য গেস্ট্রিকের ওষুধের ডোজ কি? বাজারে অনেকগুলো প্রোটন পাম্প ইনহিবিটর (সচরাচর জনপ্রিয় গ্যাস্ট্রিকের ওষুধ) পাওয়া যায়, যেমন: ওমিপ্রাজল, ইসুমিপ্রাজল, পেন্টোপ্রাজল, রেবিপ্রাজল, ডেক্সলেন্সোপ্রাজল। এগুলোর ডোজ প্রায়শই ২০ মি.গ্রা. ডেইলি থেকে ৪০ মি.গ্রা. ডেইলি। কিন্তু সবাই দেখা যায়, কোনো প্রেসক্রিপশন ছাড়াই প্রতিদিন ৮০ মি.গ্রা. করে ওষুধ খেয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন এই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া কি নিরাপদ? উত্তর: না। পিপিই দীর্ঘদিন খেলে বেশ কিছু সমস্যা হতে পারে। বিশেষ করে বয়স্ক নারীদের হাড় ক্ষয়ের ফলে হিপ ফ্রেকচারের আশঙ্কা বেড়ে যায়। এ ছাড়াও দার্ঘদিন এ ধরনের ওষুধ খাওয়ার কারণে শরীরে ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন -বি১২ এর স্বল্পতা দেখা যেতে পারে। নিউমোনিয়ার ঝুঁকি বাড়তে পারে। ক্ষেত্র বিশেষে কিডনিতেও সমস্যা হতে দেখা গিয়েছে। কোনো কোনো গবেষণায় পাকস্হলির ক্যান্সার বেড়ে যাওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে, যদিও তা সুপ্রতিষ্ঠিত নয়। সুতরাং গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া কোনো গৌরবের বিষয় নয়, এবং যে কোনো ওষুধ খাওয়ার ব্যাপারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭