ঢাবিতে বহিরাগতদের পার্কিং নিষিদ্ধ
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ০৩:১৯ রাত | অনলাইন সংস্করণ
|
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং বহিরাগতদের নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানবাহন পার্কিং নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বুধবার (১৭ আগস্ট) সরেজমিনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল, মল চত্বর, রোকেয়া হল সংলগ্ন এলাকাসহ ক্যাম্পাসের কয়েকটি জায়গায় ‘যানবাহন পার্কিং নিষিদ্ধ’ সংবলিত কয়েকটি সাইনবোর্ড সাঁটানো দেখা যায়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অবৈধ পার্কিং বেড়ে গেছে এবং বহিরাগতরাও কোনো নিয়মকানুন মানছে না। ফলে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। যে কেউ যত্রতত্র পার্কিং করে চলে যাচ্ছে। আমরা সবাইকে আইনগত বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি। যদি এটা মানা না হয় আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও অবগত করেছি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা টিএসসি, রোকেয়া হল, মল চত্বর, ফুলার রোড, মল চত্বর, কার্জন হল এবং স্মৃতি চিরন্তন এলাকায় এটি সাঁটিয়েছি। পরবর্তীতে পুরো ক্যাম্পাসেই সাঁটানো হবে। আমরা যেন নিজ দায়িত্বে এবং সচেতন নাগরিক হিসেবে এটি মেনে চলি এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখি। নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭