আশরাফুলের পর এইবার তামিম পেলেন দুবাই গোল্ডেন ভিসা
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট ২০২২, ০৭:০৪ বিকাল | অনলাইন সংস্করণ

আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনার নিজেই আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন।

গত মে মাসে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আরব আমিরাতের গোল্ডেন ভিসা পান। এবার সেই একই মর্যাদা পেলেন তামিম।

এই ভিসার মেয়াদ ১০ বছর। সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান করে থাকে। এই ভিসা থাকলে নির্বিঘ্নে আমিরাতে ভ্রমণ করা যায়।

১২ আগস্ট জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফেরে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। তবে দলের সঙ্গে আসেননি তামিম। ব্যক্তিগত কাজে তিনি সরাসরি চলে যান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে স্থানীয় এক শিল্পপতির মাধ্যমে ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন তিনি।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭