গুলিস্তানে নির্মাণাধীন ভবনের রড রাস্তায় পড়ায় আহত ৫
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ০৯:৫৩ রাত | অনলাইন সংস্করণ
|
ঢাকার গুলিস্তানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান শপিং কমপ্লেক্সের বর্ধিত তলা নির্মাণের সময় রড পড়ে পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন- শাহাবুদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫), রেজাউল করিম (৪০), জাহাঙ্গীর হোসেন (৪৫) এবং মোহাম্মদ সবুজ (৪৫)। পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “দুজন মাথায় এবং ঘাড়ে বেশ আঘাত পেয়েছেন। তারা শঙ্কামুক্ত নন। বাকিরা শঙ্কামুক্ত হওয়ায় হাসপাতাল ছেড়ে চলে গেছেন।” ওসি জানান, “১০ তলা গুলিস্তান শপিং কমপ্লেক্স বাড়িয়ে ২০ তলা করার কাজ চলছে। ওই নির্মাণ কাজের জন্য নিচ থেকে রড তোলা হচ্ছিল। এ সময় রশি ছিঁড়ে রড নিচে পথচারী এবং হকারদের ওপর পড়ে।” আহত কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “এরই মধ্যে সংশ্লিষ্টদের সর্তক করা হয়েছে।”
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭