জুভেন্তাসের জার্সিতে দি মারিয়ার ঝলক
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ০৪:৩৬ দুপুর | অনলাইন সংস্করণ
|
জুভেন্তাসে যোগ দেওয়ার পর নিজের সামর্থ্যের ছাপ রাখতে দেরি করলেন না আনহেল দি মারিয়া। তুরিনের বুড়িদের পক্ষে অভিষেক ম্যাচটি আপন আলোয় রাঙালেন তিনি। দলের বড় জয়ে গোল ও অ্যাসিস্ট দুটোই এলো এই আর্জেন্টাইন তারকা উইঙ্গারের পা থেকে। ইতালিয়ান সিরি আর শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শুভ সূচনা করেছে আসরের সফলতম ক্লাব জুভেন্তাস। সোমবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা ৩-০ গোলে হারিয়েছে সাসুয়োলোকে। স্বাগতিকদের পক্ষে জোড়া গোল করেন সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। ম্যাচের ২৭তম মিনিটে জুভদের এগিয়ে নেন পিএসজি ছেড়ে আসা ৩৪ বছর বয়সী দি মারিয়া। আলেক্স সান্দ্রোর পাসে ডি-বক্সের ভেতর থেকে তার বাঁ পায়ের ভলি মাটিতে ড্রপ খেয়ে জালে জড়ায়। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে দি মারিয়ার পাস প্রতিপক্ষের গোলমুখে পেয়ে যান ভ্লাহোভিচ। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি তার। এর আগে প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তিনি। অভিষেকে নতুন ক্লাবের ভক্ত-সমর্থকদের চোখের মণি হয়ে উঠলেও দি মারিয়াকে নিয়ে জেগেছে চোটের শঙ্কা। ম্যাচের ৬৬তম মিনিটে বদলি হওয়ার সময় খোঁড়াতে দেখা যায় তাকে। ধারণা করা হচ্ছে, পায়ের পেশিতে চোট লেগেছে তার। তবে গুরুতর কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আলেগ্রি। ম্যাচের পর ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএনকে জুভেন্তাসের কোচ বলেছেন, 'আমি চিন্তিত নই। কী ঘটে তা আমরা আগামীকাল (মঙ্গলবার) দেখব। দুর্ভাগ্যক্রমে, ফুটবলে এসব হয়। এক সপ্তাহ আগে তার পায়ের পেশিতে সমস্যা দেখা দিয়েছিল। আমার হয়তো তাকে আরও আগেই মাঠ থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল, যখন আমরা ৩-০ গোলে এগিয়ে গেলাম। কিন্তু সে নিজেকে উপভোগ করছিল।' উল্লেখ্য, বাজেভাবে হারলেও সাসুয়োলো বল দখল, গোলমুখে শট নেওয়া ও লক্ষ্যে রাখা, সবখানেই এগিয়ে ছিল। দি মারিয়া ও ভ্লাহোভিচের পাশাপাশি কৃতিত্বের দাবিদার মাত্তিয়া পেরিন। নিয়মিত গোলরক্ষক ভোইচেখ স্ট্যান্সনির চোটের কারণে সুযোগ পেয়ে নজর কাড়েন তিনি। দলের জাল অক্ষত রাখেন সাতটি সেভ করে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭