সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন এমডি নিয়োগ
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট ২০২২, ১০:৫৮ রাত | অনলাইন সংস্করণ

রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। নতুন নিয়োগপ্রাপ্তরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

এর মধ্যে সোনালী ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছেন মো. আফজাল করিম। তিনি সোনালী ব্যাংকের বর্তমান এমডি মো. আতাউর রহমান প্রধানের স্থলাভিষিক্ত হবেন। আফজাল করিম বর্তমানে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডি পদে দায়িত্ব পালন করছেন। 

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছেন মো. মুরশেদুল কবীর। তিনি অগ্রণী ব্যাংকের বর্তমান এমডি মো. শামস-উল-ইসলামের স্থলাভিষিক্ত হবেন। মুরশেদুল কবীর বর্তমানে সোনালী ব্যাংকের ডিএমডি পদে কর্মরত রয়েছেন।

এছাড়া রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে পদোন্নতি দিয়ে ব্যাংকটির এমডি পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি রূপালী ব্যাংকের বর্তমান এমডি মো. ওবায়েদ উল্লাহ্ আল্ মাসুদের স্থলাভিষিক্ত হবেন।

সব চিঠিতেই বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাঁদের নিয়োগের ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। কবে থেকে কার নিয়োগ, এ ব্যাপারে কিছু বলা হয়নি। বর্তমান এমডিদের মেয়াদ শেষ হলে তাঁরা যোগ দেবেন বলে জানা গেছে। আগামী এক–দেড় মাসের মধ্যে বর্তমান এমডিদের মেয়াদ শেষ হবে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭