সিরিয়ায় ৩ সেনা নিহত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায়
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট ২০২২, ০৯:৪১ রাত | অনলাইন সংস্করণ
|
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা। বার্তা সংস্থা সানা গতকাল রোববার জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটের দিকে এ হামলা চালানো হয়। রাজধানী দামেস্কের উপকণ্ঠে এবং উপকূলীয় প্রদেশ তারতাসের ‘কিছু স্থাপনা’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়। নাম প্রকাশ না করে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি বলেছে, এই ‘আগ্রাসন’ মোকাবিলা করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘এই আগ্রাসনে তিন সেনার মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিনজন।’ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্ব দিক থেকে দামেস্কে হামলা চালানো হয়। আর তারতাসে হামলা চালানো হয় ভূমধ্যসাগরের দিক থেকে। সূত্রটি আরও জানায়, হামলায় প্রাণহানি ছাড়াও ‘কিছু সরঞ্জামের’ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের সামরিক বাহিনী। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে কয়েক শ বার দেশটির ভেতরে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান–সমর্থিত বাহিনী ও হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ইসরায়েল খুব কমই সিরিয়ায় দেশটির অভিযানের বিষয়ে মন্তব্য করে থাকে। তবে নিজেদের দোরগোড়ায় ইরানের অবস্থান পোক্ত করা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে এসব হামলাকে সমর্থন করে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭