লালবাগে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট ২০২২, ০৭:২৭ বিকাল | অনলাইন সংস্করণ

 

রাজধানীর লালবাগে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে লালবাগের ৩০নং দ্বেবিদার ঘাট, কামালবাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে বলে সমকালকে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি ইউনিট যোগ দেয়। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন প্রথমে প্লাস্টিক কারখানায় লাগলেও পড়ে এটি ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল বা এতে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭