কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল সৃষ্টি হয়েছে লঘুচাপ
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট ২০২২, ০৩:১৮ রাত | অনলাইন সংস্করণ
|
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। রবিবার সকালে সৈকতে থাকা পর্যটকদের বার বার মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। তবে সবকিছু উপেক্ষা করে কেউ কেউ ঢেউয়ের তালে মেতেছেন। আবার কেউ বৃষ্টি উপভোগ করে হই-হুল্লোড় করছেন সৈকতে। এছাড়া অনেক পর্যটক বৃষ্টিতে বের না হতে পেরে হোটেলেই অবস্থান করছেন। স্থানীয়রা জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই পর্যটকদের আনাগোনা বেড়েছে। তাই বৈরী আবহাওয়ার মধ্যেও বিভিন্ন বয়সের ভ্রমণ পিপাসুদের আনন্দের কমতি নেই। পর্যটক সাব্বির জানান, বন্ধুদের নিয়ে গোসল করছি। একদিকে বৃষ্টি অন্যদিকে সমুদ্রের ঢেউ- এক অন্যরকম অনুভূতি। তবে পুলিশ বার বার মাইকিং করায় বেশি দূরে যাচ্ছি না। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আমরা বার বার মাইকিং করেছি। ঝুকিপূর্ণ পয়েন্টগুলোতে তাদের টিম টহলে রয়েছে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭