‘দেশে লোড শেডিং থাকবে না আগামী মাস থেকে’- নসরুল হামিদ
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৪ আগস্ট ২০২২, ১০:৩৬ রাত | অনলাইন সংস্করণ
|
আগামী মাস থেকে দেশে লোড শেডিং থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।জ্বালানি তেলের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার (১৪ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টাস বাংলাদেশের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জ্বালানি দর্শন ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অস্থির বিশ্ব বাজার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 'ইউক্রেন যুদ্ধের কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ৮ হাজার কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। সেজন্য আমরা দাম সমন্বয় করেছি কেবলমাত্র, তেলের দাম বাড়াইনি।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এ সরকার জনগণকে ভোগান্তিতে ফেলবে না। যে পরিস্থিতি যাচ্ছে তাতে আমাদের নিয়মিত সমন্বয় করতে হবে।’ তিনি আরো বলেন, ‘বর্তমান যে পরিস্থিতি সেটি বিশ্ব পরিস্থিতি। ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব এ সংকটে পড়েছে। আমরা তার বাইরে নয়। বর্তমান গ্যাস সংকটের যে ঘাটতি সেটি অর্থনৈতিক উন্নয়নের কারণে। আমাদের দেশে গত ১০ বছরে ব্যাপকহারে শিল্পায়ন হয়েছে। সেখানে ব্যাপকহারে গ্যাসের চাহিদা তৈরি হয়েছে। মূলত গ্যাসের চাহিদা ও সরবরাহের বিরাট গ্যাপ তৈরি হয়েছে।’ নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭