বিএসএমএমইউ‘র রেসিডেন্সি কোর্সে ১৫২ চিকিৎসকের যোগদান গৃহীত
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট ২০২২, ০২:২৫ রাত | অনলাইন সংস্করণ
|
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মার্চ ২০২২ শিক্ষাবর্ষে এমডি-এমএস রেসিডেন্সি কোর্স ফেজ-বিতে ১৫২ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয়ের মার্চ ২০২২ ইং শিক্ষাবর্ষে মেডিসিন, পেডিয়াট্রিকস্ ও ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-বিতে ভর্তির নিমিত্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত সরকারি, বেসরকারি, বিএসএমএমইউ ও সামরিক শিক্ষার্থীবৃন্দের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কোর্সে যোগদান গৃহীত হয়েছে।’ আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়/ অতিরিক্ত পরিচালক, সকল উপ- রেজিস্ট্রার/ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক/ উপ-পরিচালক (অর্থ ও হিসাব), সহকারী পরিচালক (শিক্ষা) ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭