বনানীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট ২০২২, ০৭:১৯ বিকাল | অনলাইন সংস্করণ
|
সড়ক দুর্ঘটনায় রাজধানীর বনানী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই আরোহী আহত হয়েছেন। নিহত অটোরিকশাচালকের নাম শহিদুল ইসলাম। তার বয়স আনুমানিক ৫৫ বছর।আর আহত দুই আরোহী হলেন মালতি রানী ও তাঁর ছেলে বিশ্বজিৎ। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অটোরিকশার চালক ও দুই যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অটোরিকশাচালককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত মা ও ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এসআই জুবাইদুল জানান, শহিদুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কাছে লাশটি হস্তান্তর করা হয়। শহিদুলের ছেলে সজীব রায়হান বলেন, তাঁর বাবা গতকাল রাত ১০টার দিকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হন। আজ ভোরে বনানী থানা-পুলিশের মাধ্যমে জানতে পারেন, তাঁর বাবা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শহিদুলের বাড়ি যশোর সদর উপজেলার নুরপুর গ্রামে। বাবার নাম আবুল কাশেম। তিনি ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর দুই ছেলে রয়েছে। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭