ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে কটূক্তি সেই যুবক গ্রেফতার
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট ২০২২, ১২:০৪ রাত | অনলাইন সংস্করণ
|
তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় আবু তালেব (৪২) নামের সেই যুবককে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সহগোলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মেহেরপুর ডিগ্রি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, দেশে তেলের দাম বৃদ্ধি হওয়ায় গত শনিবার (৬ আগস্ট) আবু তালেব তার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে মাননীয় প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ৫০ সেকেন্ডের ওই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে যা রাষ্ট্রদ্রোহী অপরাধের শামিল। এ ঘটনার পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটকের চেষ্টা চলছিল। কিন্তু আবু তালেব গা ঢাকা দিয়েছিলেন। পরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সহগলপুর গ্রাম থেকে তাকে ডিবি পুলিশের একটি টিম আটক করে। গ্রেফতার আবু তালেবের বিরুদ্ধে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭