১০০ বলের খেলায় ইতিহাস গড়লেন ইংলিশ ব্যাটার
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ১০:৫০ রাত | অনলাইন সংস্করণ
|
দ্য হান্ড্রেডে নতুন এক কীর্তি গড়লেন উইল স্মিড। ১০০ বলের খেলায় তিনি একাই করলেন একশ রান। তিন অংকের ঘরে পৌছুঁতে এর অর্ধেক ৫০ বলও খেলেননি ইংলিশ ব্যাটার। এজবাস্টনে বুধবার বার্মিংহ্যাম ফনিক্সের হয়ে ব্যাট হাতে নেমে মাত্র ৪৯ বলেই ব্যক্তিগত শতরানের গণ্ডি পেরিয়েছেন স্মিড। আর তাতেই টুর্নামেন্টটির ইতিহাসের পাতায় জায়গা করে নেন তিনি। দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন স্মিড। এদিন দ্য হান্ড্রেডের অষ্টম ম্যাচে সার্দার্ন ব্রেভের মুখোমুখি হয় স্মিডের দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বার্মিংহ্যাম। নির্ধারিত ১০০ বলে ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে তারা। এ বিশাল স্কোরের অর্ধেকের বেশি রান আসে স্মিডের ব্যাট ছুঁয়ে। একাই ইনিংসের অর্ধেক বল খেলেছেন স্মিড। প্রথম ৫০ রান পেরুতে ২৫ বল খরচ করেন স্মিড। পরের ২৫ বলে তার ব্যাট ছুয়ে আসে ৫১ রান।শেষমেশ ৫০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন স্মিড। আগ্রাসী এই ইনিংস খেলতে ৮টি বাউন্ডারি ও ৬টি ছক্কার মারেন এ ইংলিশ তারকা।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭