পান্থপথের আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ০৭:৫৪ বিকাল | অনলাইন সংস্করণ

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে একজন নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সদ্য এমবিবিএস পাস করেছেন তিনি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের ওই আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। কলাবাগান থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

কলাবাগান থানার সহকারী উপরিদর্শক (এএসআই) কাজী বখতিয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জান্নাতুল নাঈম মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। এর পর তিনি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

এএসআই বখতিয়ার আরও জানান, হোটেলটির চতুর্থতলার ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে ছুরিকাঘাত ও গলাকাটা অবস্থায় ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

তিনি জানান, হোটেলটিতে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক বন্ধুর সঙ্গে উঠেছিলেন জান্নাত। সেখানে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় রেজাউল।

লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই বখতিয়ার। এদিকে ঘটনার পরপরই নিহতের পরিবারের সদস্যরা থানায় আসেন। এ ঘটনায় মেয়ের পিতা ডা. শফিকুল ইসলাম মামলা দায়ের করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা আবু জাফর জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। কার্যক্রম নির্বিঘ্নে এগিয়ে নেওয়ার স্বার্থে এ মুহূর্তে বেশি কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি। জানান, সময় হলে গণমাধ্যমকে সবই জানানো হবে।

নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭