আইএমএফের চেয়ে সহজ শর্তের বিদেশি ঋণ খুঁজছে বাংলাদেশ সরকার
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ০৫:০১ বিকাল | অনলাইন সংস্করণ
|
অর্থনৈতিক সংকট কাটাতে সহজ শর্তের ও নমনীয় সুুদ হারের বিদেশি ঋণ খুঁজছে সরকার। এ জন্য আইএমএফের পাশাপাশি বিশ্বব্যাংক, জাইকা, জাপান ও চীন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের দুজন প্রতিনিধি ঢাকা সফর করে গেছেন। আইএমএফের চেয়ে উত্তম কোনো ঋণের উৎস পেলে সেখান থেকেই ঋণ নেবে সরকার। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থবিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। অর্থবিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। বিশেষ করে বৈদেশিক মুদ্রার সংকটে পড়ায় টাকার মান কমছে প্রতিদিন। এতে জীবনযাত্রার ব্যয় বাড়াচ্ছে। সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য নমনীয় বৈদেশিক ঋণ খুঁজছে সরকার। সরকার মনে করে, সামষ্টিক অর্থনীতির ধস ঠেকাতে নমনীয় ঋণই এই মুহূর্তে বড় ভরসা। যেসব ঋণের সুদ হার খুব সামান্য হয় এবং গ্রেস পিরিয়ড পাওয়া যায় অন্তত ১৫ বছরের অধিক, ঋণের অর্থ ব্যবহার করা যায় নিজেদের মতো করে, সাধারণত এসব ঋণকে নমনীয় বলা হয়। এই মুহূর্তে সংকট উত্তরণে এ ধরনের ঋণই হতে পারে বাংলাদেশের জন্য আশীর্বাদ বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭