মোবাইল ফোনের টাওয়ারে উঠে ৪ ঘণ্টা আটকা ছিল এক কিশোর
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ১২:০৭ রাত | অনলাইন সংস্করণ

নেত্রকোনা শহরের বড় স্টেশন এলাকায় গ্রামীণফোনের টাওয়ারে উঠে অবস্থান নেয় মাদরাসার এক ছাত্র। পরে ৪ ঘণ্টা চেষ্টা করে তাকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ বুধবার সকালে শহরের বড় স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় উৎসুক জনতার ভিড় জমে।

ওই কিশোরের নাম মোহাম্মদ (১৪)। সে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। মোহাম্মদ নেত্রকোনা শহরের সাতপাই বড় স্টেশন এলাকায় মাদ্রাসাতুল আরকান নামে একটি মাদ্রাসার হাফেজিয়া বিভাগে লেখাপড়া করে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে মাদ্রাসার ছাত্র মোহাম্মদ বড় স্টেশনসংলগ্ন এলাকায় মুঠোফোন টাওয়ারের উঁচুতে ওঠে। এরপর সে আর নামতে না পেরে আটকে যায়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। মাইকে কিশোরকে বারবার বলা হয় সেখান থেকে নেমে আসতে। কিন্তু ওই কিশোর নামতে পারেনি। পরে দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওপরে উঠে ওই কিশোরকে নিচে নামায়। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সদর উপজেলার ইউএনও মাহমুদা বেগম ও নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, দীর্ঘ চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা মোহাম্মদকে রশির সাহায্যে টাওয়ার থেকে নামিয়ে আনেন। ধারণা করা হচ্ছে, ওই কিশোর কৌতুহলবশত এ রকম কাজ করেছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আমরা কিশোরকে নিরাপদে নামিয়ে এনেছি। নামানোর পর তাকে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

নেত্রকোনো আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হবে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. একরামুল হক বলেন, মুঠোফোন টাওয়ারে ওঠা ওই কিশোরকে হাসপাতালে একজন চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সে ঘাবড়ে গেছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিকভাবে সাহস জোগানো হচ্ছে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭