টেনিসকে বিদায়ের ইঙ্গিত দিলেন সেরেনা উইলিয়ামস
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট ২০২২, ১০:৩৩ রাত | অনলাইন সংস্করণ

চোটের কারণে গত বছর উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। তারপর আর কোর্টে নামেননি। সেই সেরেনা কিন্তু বলে দিচ্ছেন, টেনিসকে খুব শিগগির বিদায় বলবেন আমেরিকান টেনিস তারকা। খুব শিগগিরি হয়তো ঘোষণা করে দেবেন তিনি।

লাইফস্টাইল ম্যাগাজিনের নতুন সংখ্যায় সেরেনা নিজেই এই কথা বলেছেন। তবে ফিট থাকলে চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য ইউএস ওপেন খেলবেন তিনি।

লাইফস্টাইল ম্যাগাজিনের আমেরিকান টেনিস সুন্দরী বলেন, 'টেনিস থেকে অবসর নেওয়া আমার ক্ষেত্রে সবচেয়ে কঠিন বিষয়। আমি কখনই টেনিস থেকে অবসরে যেতে চাই না। কিন্তু কিছু করার নেই। সবাইকে একদিন টেনিস ছাড়তে হয়। তাই আমারও প্রিয় টেনিসকে বিদায় বলতে হবে। আর খুব শিগগিরই সেই সিদ্ধান্তটা জানিয়ে দিবো।’


সেরেনা আরও জানিয়েছেন যে, আসন্ন ইউএস ওপেন খেলার ইচ্ছা রয়েছে তার। এরপরই টেনিস থেকে বিদায় নেবেন। কিন্তু ফিটনেস খেলার পক্ষে কথা না বললে আর কোর্টে নামা হবে না তার।

উল্লেখ্য, ১৯৯৫ সালে পেশাদার টেনিসবিশ্বে পা রাখার পর জিতেছেন একের পর এক গ্র্যান্ড স্ল্যাম। টেনিসের শীর্ষ চার টুর্নামেন্টে মোট ২৩বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন সেরেনা উইলিয়ামস। আর মোট শিরোপা জিতেছেন ৭৩টি। টেনিস বিশ্বের জীবন্ত কিংবদন্তি ধরা হয় সেরেনাকে।

নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭