মানবিক কাজে সহযোগিতা প্রদান করেন; অধ্যাপক পরিতোষ কুমার ঘোষ
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট ২০২২, ১০:০৪ রাত | অনলাইন সংস্করণ

বাংলাদেশ মেডিকেল কলেজ এর সাধারণ ছাত্রছাত্রীদের সেচ্ছাসেবী মানবিক সংগঠন 

"হ্যান্ডআউট হিউম্যানস" এর কার্যকরী কমিটি ২০২২-২৩ এর পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক. ডা পরিতোষ কুমার ঘোষ এর সাথে শুভেচ্ছা বিনিময় করে হ্যান্ডআউট হিউম্যানস পরিবার। এসময় তিনি বলেন "আমরা সবসময় ভালো কাজের সাথে আছি , তোমরা তরুণ তোমাদের হাত ধরেই ভালো কাজ হোক ; আমরা সবসময় সাপোর্ট দিব" 

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাবলিক হেলথ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল কলেজ এর কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান শ্রদ্ধাভাজন অধ্যাপক জনাবা শারমিন ইয়াসমিন ম্যাডাম, উনিও হ্যান্ড আউট হিউম্যানস এর এই মানবিক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন - "আজকের এই মানবিক ছাত্রছাত্রীরাই আগামীদিনের মানবিক ডাক্তার হিসেবে বেড়ে উঠবে এবং দেশ ও জনগণের সম্পদে পরিনত হবে ".

"হ্যান্ডআউট হিউম্যানস" প্রকৃতপক্ষে একটি অরাজনৈতিক ,অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। 

 ২০১৮ সালে কয়েকজন তরুণ চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের হাত ধরে গড়ে উঠে এই সংগঠন। সেই থেকে হ্যান্ড আউটের পথ চলা।  

প্রতি বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন , বৃক্ষরোপণ,রক্তদান কর্মসূচি,ফ্রী মেডিকেল ক্যাম্প,মশা নিধন কর্মসূচি এবং অতি সম্প্রতি সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০০০ পরিবারের মাঝে ত্রাণ পৌছে দেয় হ্যান্ডআউট পরিবার।  

পূর্বের কমিটির হাত ধরে যেমন সবসময় মানবতার সেবায় হ্যান্ডআউট পরিবার ছিল তেমনি নতুন কমিটির সভাপতি আহসানুল কাইয়ুম ভূইয়া সুপ্ত এবং সাধারণ সম্পাদক ফাহিম ইবনে হোসাইন এর নেতৃত্বে এই প্রাণের সংগঠন এগিয়ে যাক এই প্রত্যাশাই করলেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি জনাব ইশফাকুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব জুনাইদ আহমেদ ।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭