টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট ২০২২, ০৮:৪৯ রাত | অনলাইন সংস্করণ
|
সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে হারারে স্পোর্টস ক্লাবে তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাবাহ। ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে। জিম্বাবুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের। হারলেই ২১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে টাইগারদের। লজ্জা এড়ানোর মিশনে বুধবার (১০ আগস্ট) হারারেতে টানা ষষ্ঠবারের মতো টস হেরেছে বাংলাদেশ। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যর্থতায় মোড়ানো জিম্বাবুয়ে সফরের শেষটা জয় দিয়ে বিদায় নিতে চান টাইগাররা। জিম্বাবুয়ে সফরে তিন ওয়ানডের তিনটিতেই টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাবাহ তিন ম্যাচেই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। এই ম্যাচে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। পেসার ইবাদত হোসেনের অভিষেক হচ্ছে এবং একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। একাদশ থেকে বাদ পড়েছেন দুই পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। অন্যদিকে জিম্বাবুয়ের একাদশে নেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান রেজিস চাকাভা। ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন তিনি। এ ম্যাচে তার জায়গায় অভিষেক হচ্ছে ক্লাইভ মাদান্দের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১-এ সিরিজ জয়ের পর, ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। অথচ জিম্বাবুয়েতে প্রায় পূর্ণশক্তির দল নিয়েও নাকানিচুবানি খাচ্ছে দলটা। প্রোটিয়াদের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো পেসাররা আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দারুণ ঘূর্ণিতে প্রতিপক্ষকে ঘায়েল করা স্পিনাররাই র্যাংকিংয়ে বেশ পিছিয়ে থাকা জিম্বাবুইয়ানদের সামনে ভোঁতা হয়ে গেলেন। সিকান্দার রাজার দোর্দণ্ড প্রতাপের সামনে ন্যূনতম প্রতিরোধ গড়তেও ব্যর্থ টাইগাররা। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হোক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭