কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেলেন মেধাবী ছাত্রনেতা ডা: রফি
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট ২০২২, ০৭:২৩ বিকাল | অনলাইন সংস্করণ

নেত্রকোনা জেলার কৃতি সন্তান, নেত্রকোনা শহরের পরিচিত মুখ, তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক নেতৃত্ব,মেধাবী ছাত্রনেতা ডাক্তার আবু হুরাইরা রফি কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদে সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেই স্কুল জীবন থেকে শুরু করে প্রায় ১৫ বছর ধরে পর্যায়ক্রমে তৃণমূল, মেডিকেল কলেজ ক্যাম্পাস এবং কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি।

তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদায়নে নেত্রকোনা শহরের রাজনৈতিক মহলে যথেষ্ট ইতিবাচক আলোচনা শুরু হয়েছে এবং সিনিয়র নেতৃবৃন্দরা আশা করছেন ভবিষ্যতেও যেন এমন মেধাবী,পরিচ্ছন্ন ছেলেরা রাজনীতিতে ভালো অবস্থানে আসে।

এই সম্পর্কে ডাঃ আবু হুরাইরা রফির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন-

" আমি কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। আমার পরিবারের সবাই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত থেকে জনসেবা করে যাচ্ছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। 

দেশের মানুষের কল্যাণ তথা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজনীতি করছি। ইতিপূর্বেও আমি দলের জন্য নিবেদিত ছিলাম আগামিতেও থাকবো ইনশাআল্লাহ।। 

বাংলাদেশ ছাত্রলীগ যে মহান দায়িত্ব আমাকে দিয়েছে সে দায়িত্ব পালনের পাহাড়াদার হিসেবে আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো।"

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭