যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের করোনা নেগেটিভ
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৮ আগস্ট ২০২২, ০৫:৪৪ বিকাল | অনলাইন সংস্করণ

৭৯ বছর বয়সী বাইডেনের গত ৩০ জুলাই করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে উপসর্গ থাকায় তিনি আইসোলেশনে ছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর তিনি আইসোলেশনে চলে যান।

হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে ডেলাওয়ার অঙ্গরাজ্যে সমুদ্রসৈকতের বাড়িতে যাওয়ার সময় বাইডেন হাসিমুখে সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো বোধ করছি।’

দ্বিতীয় দফা পরীক্ষাতেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা নেগেটিভ এসেছে। যুক্তরাষ্ট্রে গতকাল রোববার তাঁর এই পরীক্ষা করা হয়। গত ২০ জুলাইয়ের পর থেকে এই প্রথমবার বাইডেন হোয়াইট হাউস ছাড়লেন। খবর এএফপির।

গতকাল রাতে সিনেটে বিতর্কিত জলবায়ু ও স্বাস্থ্যসেবা বিল পাস নিয়ে আশা প্রকাশ করেন বাইডেন। তিনি বলেন, ‘আমি মনে করি এটি পাস হতে চলেছে।’

বাইডেনের চিকিৎসক কেভিন ও কনর এক বিবৃতিতে তাঁর করোনা নেগেটিভ হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘বাইডেন নিরাপদে জনসম্মুখে ফিরছেন। প্রেসিডেন্ট হিসেবে সফরও শুরু করছেন।’

দাপ্তরিক সময়সূচি অনুসারে যুক্তরাষ্ট্রে আজ সোমবার বাইডেন কেনটাকি অঙ্গরাজ্যের দক্ষিণে সফর করবেন। সেখানে তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭