হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার মুদিদোকানের গুদাম হতে
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৮ আগস্ট ২০২২, ০৫:১৯ বিকাল | অনলাইন সংস্করণ
|
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাজারে মাসুদ স্টোর নামে একটি মুদিদোকানের গুদাম থেকে ভ্রাম্যমাণ আদালত দ্বিতীয় দফায় আরও এক হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করেছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে সয়াবিন তেল উদ্ধার করা হয়।এর আগে গতকাল বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত একই দোকান থেকে এক হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। অবৈধভাবে খোলা বাজারে টিসিবির সয়াবিন তেল বিক্রির দায়ে মাসুদ স্টোরের মালিক মোহাম্মদ মাসুদকে ১ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন। তাঁকে সহযোগিতা করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) খুরশিদ আলম। ইউএনও শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দোকানটিতে অভিযান চালিয়ে এক হাজার লিটার সয়াবিন তেল উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালিককে দণ্ড দেওয়া হয়। এরপর মাসুদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁর গুদামে আরও এক হাজার লিটার সয়াবিন তেল আছে। এরপর আবার অভিযান চালিয়ে এক হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তিনি সয়াবিন তেল বোতল থেকে খুলে খোলা বাজারে বিক্রি করছিলেন। টিসিবির কেউ জড়িত থাকলে তাঁদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭