ভাঙারির দোকানে বিস্ফোরণের কারণে, উত্তরায় আরো ৪ জনের মৃত্যু
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৮ আগস্ট ২০২২, ০৪:৫৬ দুপুর | অনলাইন সংস্করণ

 

শনিবার দুপুরে ভাঙারির দোকানে পারফিউমের বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। তাতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি।

দগ্ধ আরো চারজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ঢাকার উত্তরার কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে চার জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার দুপুরের ওই ঘটনায় দগ্ধদের মধ্যে মিজানুর (৩৫) রোববার রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মিজানুরের আগে রোববার ভোরে গাজী মাজহারুল ইসলাম (৪৭) এবং শনিবার রাতে আলমগীর হোসেন আলম (২৩) ও নূর হোসেন (৬০) নামে তিনজনের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে মাজহারুল ইসলাম ছিলেন ভাঙারির দোকানের লাগোয়া রিকশা গ্যারেজের মালিক, বাকিরা রিকশাচালক।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মিজানুরের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আরো চারজন হাসপাতালে ভর্তি আছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অন্যরা হলেন- মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২) ও মো. শাহিন (২৬)।

এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, আহতদের সবার শরীরের ৪৫ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

তুরাগ থানার ওসি মেহেদী হাসান জানান, উত্তরা কামারপাড়া এলাকায় ওই ভাঙারির দোকানের পাশে রিকশা গ্যারেজ রয়েছে। ভাঙারির দোকানে পুরনো ফেলে দেওয়া মালপত্রের গুদাম ছিল। সেখানে হ্যান্ড স্যানিটাইজারসহ নানা দাহ্য পদার্থও ছিল।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭