আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে এদেশের ভোক্তারাও সুফল পাবেনঃ অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৮ আগস্ট ২০২২, ০৪:০৩ দুপুর | অনলাইন সংস্করণ
|
রোববার (০৭ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের বন্ড লাইসেন্স অ্যাপ্লিকেশন মডিউলের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও কমবে। যুক্তি ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশে ভোক্তারাও তার সুফল পাবেন। সারা বিশ্বে এখন দাম কমে আসছে। সব জায়গায় কমা শুরু হয়েছে। আমরাও কম দামে কেনা শুরু করেছি। এগুলো যখন দেশে এসে পৌঁছাবে, তখন চাপ থাকবে না। আমি মনে করি দেশের ভোক্তারা কম দামে জ্বালানি তেল ব্যবহার করতে পারবেন। জ্বালানি তেলের দামের হ্রাস-বৃদ্ধির জন্য স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করা হবে কি না, জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘এ মুহূর্তে সেটা বলতে পারব না। তবে আমরা এলপিজি গ্যাসের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করছি। জ্বালানি তেলের ক্ষেত্রেও আস্তে আস্তে তা চালু হবে। এদিকে আরেকটি অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, দামের চাপ কমাতে তেলের ওপর কর কমানো হবে কিনা এখনও তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার (৭ আগস্ট) সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান। হঠাৎ করেই শনিবার থেকে বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। লিটারপ্রতি ৩৪ টাকা থেকে ৪৬ টাকা রেকর্ড দাম বাড়ানোর চাপে সাধারণ মানুষ। আমদানি করা পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে গেলে বা দেশে সরবরাহ সংকট থাকলে কর কমিয়ে বা প্রত্যাহার করে সহনীয় দামে সরকার জনসাধারণকে স্বস্তি দেয়। জ্বালানি তেলের নতুন দামের হিসাবে দেখা যায়, বিপিসি পরিশোধন পর্যায়ে ডিজেলে প্রতি লিটারে ১৩ টাকা ৯০ পয়সা মূল্য সংযোজন কর দেয়, ব্যবসায়ী পর্যায়ে রাজস্ব দিতে হয় আরও ২ টাকা ২৪ পয়সা, সর্বোচ্চ অকটেনে দেয়া হয় ১৬ টাকা ৩০ পয়সা ও ব্যবসায়ী পর্যায়ে ২ টাকা ৬৫ পয়সা। সংবাদ সম্মেলনে ২০২১-২২ অর্থবছরে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার বিপরীতে ৩ লাখ ১ হাজার ৬৩৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানান চেয়ারম্যান। কর জাল বাড়ানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭