সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন মাহিন
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ০২:৩৪ দুপুর | অনলাইন সংস্করণ
|
দীর্ঘ চার বছরের অপেক্ষা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে পূর্ণাঙ্গ কমিটি ১৩ পৃষ্ঠার তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন পদে স্থান পাওয়া ৩২২ জনের নাম-পদবি রয়েছে। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন বরগুনার ফিরোজ মাহমুদ মাহিন। মাহিন তার এলাকায় থাকতেও বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।মাহিন বলেন আমি ২০০৭ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করি।আর সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে আছি ২০১৪ সাল থেকে। মাহিন আরও বলেন এই কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে।আমি বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক দেশ নেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।সেই সাথে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ও সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ও চির কৃতজ্ঞ। সামনের দিন গুলোতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সুস্থ দ্বারার রাজনীতি করার আশাবাদ ব্যাক্ত করেন। মাহিন সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজনীতির পাশাপাশি তিনি একজন স্বেচ্ছাসেবী। তিনি সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭