চট্টগ্রামে বিস্ফোরণের জন্য সরকারকে দায়ী করলেনঃ মির্জা ফখরুল
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ০৫ জুন ২০২২, ০৯:৪১ রাত | অনলাইন সংস্করণ


গত কাল রাতে (৪জুন) চট্টগ্রামের সীতাকুন্ডের সোনাইছড়ি বিএম কন্টেইনার টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জন্য সরাসরি সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৫ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হতাহতের জন্য সমাবেদনা জ্ঞাপনের পাশাপাশি এই ভয়াবহ ঘটনার জন্য সরকারকে দায়ী করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিস্ফোরণে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছেন; এর জন্য সরকার দায়ী। এ ঘটনায় আবারও প্রমাণ করে, এই সরকার কতটা ব্যর্থ। বর্তমান সরকার উন্নয়নের কথা মুখে বললেও তারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আওয়ামী লীগকে আর ক্ষমতায় রাখা যায় না। তাদের বিতাড়িত করতে না পারলে এই দেশের গণতন্ত্র বিপন্ন হবে, এই দেশও বিপন্ন হবে।’


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭