শিবির, বিবাহিত ও অছাত্রদের দিয়ে বেগমগঞ্জে ছাত্রলীগের তিন কমিটি গঠন
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১০:২২ রাত | অনলাইন সংস্করণ
|
স্টাফ রিপোর্টারঃ সদ্য অনুমোদন পাওয়া বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা ও চৌমুহনী কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে স্থান পেয়েছেন ছাত্রশিবিরের কর্মী, বিবাহিত ও অছাত্ররা এমনটাই অভিযোগ করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। নোয়াখালী জেলা ছাত্রলীগ গত ১ মে এই বিতর্কিত কমিটি অনুমোদন দেয় যদিও এই কমিটিগুলো ২০১৭ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি স্থগিত করে রেখেছিল। কেন্দ্রীয় নির্বাহী কমিটি যদি কোন জেলা উপজেলা কমিটি বিলুপ্ত অথবা স্থগিত করে রাখে তাহলে তা আবার কেন্দ্রীয় কমিটি গঠন বা নির্দেশ না দেওয়া পর্যন্ত সে অবস্থায় থাকে সাংগঠনিক নিয়মে। সংগঠনের সাংগঠনিক কাঠামো বিরুদ্ধ যে কমিটি অনুমোদন দেয়া হয়েছে তার মধ্যে বেগমগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি করা হয় বিবাহিত তৌহিদুল ইসলাম রাতুলকে যিনি নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভার নাগরিক তার এনআইডি নাম্বার ও ভোটার আইডি যাচাই করে জানা যায়। চৌমুহনী পৌর শাখা ছাত্রলীগের সভাপতি করা হয় মাকসুদুর রহমানকে তার ছাত্রত্ব নেই, বিবাহিত একাধিক নারী কেলেঙ্কারি ও মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এবিএম জাফর উল্ল্যাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন ফয়সাল ও সাধারণ সম্পাদক আবু বাকর টিপু এবং জেলা আওয়ামী লীগ থেকে দায়িত্বপ্রাপ্ত উপজেলা আওয়ামীলীগের প্রতিনিধিরা জানান নতুন গঠিত এই কমিটি সর্ম্পকে আমরা আবগত নয় আমাদের সাথে কোন আলাপ আলোচনা করা হয়নি। যাদের নামে কমিটি করা হয়েছে তারা অনেককেই ছাত্রলীগের রাজনীতিতে কখনো দেখিনি দলীয় সভা সমাবেশে তাদের অংশগ্রহণ দেখা যায়নি। আমরা বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে লিখিত ভাবে জানিয়েছি। এছাড়া ও উপজেলা আওয়ামীলীগের ও |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭