১০০ টাকায় পুলিশে চাকরি পেয়ে স্বপ্ন পূরণ ১৯ তরুণ-তরুণীর
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ০৬:৫৬ বিকাল | অনলাইন সংস্করণ

মাত্র ১০০ টাকা খরচে পুলিশে চাকরি পেয়ে স্বপ্নপূরণ হলো ঝালকাঠির ১৯ তরুণ-তরুণীর। কোনো ধরনের ঘুষ-তদবীর ছাড়াই তাদের চাকরি হয়েছে। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। আশা পূরণ হয়েছে বাবা-মায়ের। ঘুষ ছাড়া চাকরি দিতে পেরে আনন্দিত পুলিশ সুপার। 

ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় ৬৪৬ জন অংশ নেন। এর মধ্যে ১৫২ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪১ জন। গতকাল বুধবার তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মেধা এবং সব কোটা মিলে তিনজন নারী কনস্টেবল ও ১৬ জন পুরুষ কনস্টেবল চূড়ান্ত করা হয়। মেডিক্যাল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেই তারা পাবেন নিয়োগপত্র। বুধবার বিকেলে ঝালকাঠি পুলিশ লাইসেন্স কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় উত্তীর্ণরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। 

কোনো ধরনের ঘুষ-তদবীর ছাড়া তাদের সর্বসাকুল্যে ১০০ টাকা খরচ হয়েছে। চাকরি পেয়ে খুশি তারা। যোগ্যতার ভিত্তেতে চাকরি হওয়ায় আনন্দিত অভিভাবকরাও। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, আমরা যখন প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য ডেকেছি তখনই বলে দিয়েছিলাম কোনো প্রকার প্রতারণার শিকার যেন কেউ না হয়। কারো সঙ্গে আর্থিক লেনদেন করা যাবে না। আমরা সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি দেব। আমি আমার কথা রেখেছি, আমাদের জেলায় ১৯ জনকে শুধু ১০০ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আশা করবো যারা পুলিশে যোগদান করবেন, তারাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।  


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭