পাহাড়ে বৈসাবির আমেজ
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, ০৫:২৪ বিকাল | অনলাইন সংস্করণ
|
বছর ঘুরে আবারও ফিরে এসেছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জাতীয় উৎসব বৈসুক, সাংগ্রাই ও বিজু। যা এক কথায় বৈসাবি নামে পরিচিত। মঙ্গলবার ভোরে নদীতে ফুল পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের প্রাণের উৎসব বৈসাবি । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। ভোর হবার আগেই বিভিন্ন এলাকা থেকে ফুল সংগ্রহ করে চেঙ্গীনদী, খাগড়াছড়ি খালে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল পূজা দেয় শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীরা। উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা ফুল দিয়ে ঘর সাজায়। বাংলা বছরের শেষ দুইদিন ও বাংলা নববর্ষের প্রথম দিন চলে এ উৎসব। বৈসাবিকে ঘিরে পাহাড়ের পাড়া-পল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭