স্কুলছাত্রীর ধর্ষণের ভিডিও ছড়ানোর হুমকি, দুই যুবক গ্রেপ্তার
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১১ এপ্রিল ২০২২, ১১:০৭ রাত | অনলাইন সংস্করণ
|
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) শিক্ষার্থীর মা বিষয়টি থানা পুলিশকে জানালে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১১ এপ্রিল ) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবণী। গ্রেপ্তাররা হলেন- শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের তুহিনুজ্জামান তপুর ছেলে সামিউল ইসলাম ওরফে সামি (২২) ও ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামের পল্লব সরকারের ছেলে তাপস সরকার (১৯)। অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবণী বলেন, গত ২ মার্চ বিকেলে বাড়ি থেকে খালাবাড়ি যাচ্ছিল ওই মেয়েটি। শিবালয় উপজেলার টেপড়া এলাকা থেকে তার পূর্ব পরিচিত সামিউল ওরফে সামি ও তার সহযোগী তাপস সরকার জোর করে তাকে রিকশায় তুলেন। এরপর রাতে পৃথকস্থানে আটকে রেখে ধর্ষণ করেন তারা। এ সময় ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখেন। এরপর মেয়েটির মোবাইলফোন ছিনিয়ে রেখে তাকে ভোরে টেপড়া বাসস্ট্যান্ড থেকে একটি রিকশায় করে খালার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনা কাউকে জানালে ধারণকৃত ভিডিও ফেসবুক ইউটিউবে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় মেয়েটিকে। খালাবাড়ি ফিরে এ ঘটনা শিক্ষার্থী জানালেও লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যায় পরিবার। তিনি বলেন, বখাটেরা ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে আবারও নানাভাবে উত্যক্ত করে আসছিল। দাবি করছিল টাকা ও স্বর্ণালংকারও কিন্তু একপর্যায়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। রোববার (১০ এপ্রিল) শিক্ষার্থীর মা বিষয়টি থানা পুলিশকে জানালে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং এ সময় ধর্ষণের ভিডিও ক্লিপসহ মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশের কাছে ঘটনা স্বীকার করেছেন। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭