শিল্পক্ষেত্রে দিনে ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশ
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১১ এপ্রিল ২০২২, ০৮:২৫ রাত | অনলাইন সংস্করণ

শিল্প শ্রেণির গ্রাহকদের প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (১১ এপ্রিল) পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে স্বাক্ষর করেন পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে এই আদেশ কার্যকর হবে। 

এতে, পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল ১২ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস বিতরণ কোম্পানি ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে। সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭