এক হাজার কোটি রুপি আয়ের মাইলফলক ছাড়াল ‘আরআরআর’
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১১ এপ্রিল ২০২২, ০৭:৪৩ বিকাল | অনলাইন সংস্করণ

এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল। মুক্তির মাত্র ১৫ দিনেই ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে সিনেমাটি।

ভারতের ইতিহাসে সর্বকালের সবচেয়ে সফল সিনেমার তালিকায় তিন নম্বরে অবস্থান করছে ‘আরআরআর’। আয়ের দিক থেকে প্রথমে রয়েছে আমির খান অভিনীত ‘দঙ্গল’ (২ হাজার ২৪ কোটি রুপি) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বাহুবলী ২’ (১ হাজার ৮১০ কোটি রুপি)।

‘আরআরআর’ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই তাক লাগিয়ে দেয়। বিশ্বজুড়ে ২৫০ কোটি রুপি আয় করেছিল একদিনে। এর আগে কোনো ভারতীয় সিনেমা একদিনে এত বেশি আয় করতে পারেনি। অর্থাৎ রেকর্ড গড়েই হাজার কোটির গণ্ডি ছাড়িয়ে গেল এটি।

বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানান, শুধুমাত্র হিন্দি ভাষায় সিনেমাটি ২১৩ কোটি ৫৯ লাখ রুপি আয় করেছে। এছাড়া তেলেগু, তামিল, কন্নড়, মালায়লাম ভাষার পাশাপাশি এবং আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সাফল্য পেয়েছে বিগ বাজেটের এই সিনেমা।

৬০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ নির্মিত হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের দুই বীর আলুরি সীতারাম রাজু ও কোমরাম ভীমের চরিত্রকে কেন্দ্র করে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তেলেগু সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। এছাড়া বলিউডের অজয় দেবগন ও আলিয়া ভাটও আছেন সিনেমাটিতে।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭