টাকা ছাড়া মিলছে না টিসিবি কার্ড
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২, ০৭:১৪ বিকাল | অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে টাকা ছাড়া মিলছে না টিসিবি কার্ড। রয়েছে ওজনে কম দেয়াসহ আরো অভিযোগ। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে শাস্তির দাবি জানিয়েছেন পণ্য গ্রহীতারা। 

আর, এসব দেখভাল করার দায়িত্ব যাদের, সেই কর্মকর্তারা সরাসরি অভিযোগ পেলেও বলছেন, লিখিত অভিযোগ পেলে তবেই তদন্তে নামবেন।     

সোমবার সকাল থেকেই লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য নিতে জড়ো হন অসংখ্য মানুষ। 

পণ্য নিতে আগ্রহী মানুষের সংখ্যা যেমন বাড়ছে, বাড়ছে অসন্তোষ আর অনিয়মের অভিযোগ। 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট মানুষের কাছে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। আর সেই কার্ড তৈরির দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের নারী মেম্বারসহ সাধারণ সদস্যরা। 

অভিযোগের তীর জনপ্রতিনিধিদের দিকেই। তারা বলছেন, কার্ড দেয়ার সময় প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছেন ১,২, আর ৩ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার সেতারা বেগম ও চার, পাঁচ আর ছয় নম্বর ওয়ার্ডের রেহানা বেগম  

নানা অভিযোগ এনে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে শাস্তির দাবি জানিয়েছেন তারা। ইউপি সচিব জানান, এখানে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। 

লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আর কেউ লিখিত অভিযোগ দিয়েছে এমন ঘটনার খবর জানা জানা নেই তার। লক্ষ্মীপুর লাহারকান্দি ইউপিতে ১৪ হাজার ৬৫ জনের কার্ডের তালিকা করা হয়েছে। 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭