রমজানের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ০৩ এপ্রিল ২০২২, ০৮:১৯ রাত | অনলাইন সংস্করণ

পবিত্র রমজান মাসের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।  ইফতারের আগ মুহূর্তে এ রকম সংকট দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।

 রোববার (৩ এপ্রিল) রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী ও রামপুরার বাসিন্দারা বিবিন্ন গনমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

ভুক্তভোগী একজন জানিয়েছেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রমজানের প্রথম দিনে এভাবে গ্যাস না থাকায় আমাদের বিপাকে পড়তে হয়েছে। এটা রমজানের প্রথম দিনে কোনো মতেই কাম্য নয়।

 মোহাম্মদপুরের বাসিন্দা তানজিন আক্তার বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে গ্যাস সংকট মেনে নেওয়া যায় না। সকাল থেকে কোনো রান্নাবান্না করা সম্ভব হয়নি। প্রথম রোজায় বাইরের খাবার কিনে খেতে হবে।  

 সকাল থেকেই নিভু নিভু আগুনে কোনো কিছুই করা সম্ভব হয়নি বলে জানালেন মিরপুর শেওড়াপাড়ার বাসিন্দা নার্গিস কবির। তিনি বলেন, সকাল থেকেই আমাদের এখানে গ্যাস না থাকার মতো। কোনো কিছুই করা যাচ্ছে না। রমজানে এ রকম পরিস্থিতি হবে চিন্তাও করা যায় না।

 এদিকে এসব এলাকায় হোটেল ও ইফতারের দোকানগুলোতে তীব্র ভিড় দেখা গেছে ক্রেতাদের। অনেক ক্রেতাকেই ইফতার না কিনেই বাড়ি ফিরতে দেখা গেছে।

 ধানমন্ডির গ্রিন রোড এলাকায় দুপুরের আগে থেকেই গ্যাস সংকট চলছে। ইফতারের সময় হয়ে হলেও সিদ্ধেশ্বরীতে এখনো চুলা জ্বলছে না বলে খবর পাওয়া যাচ্ছে। মিরপুর এলাকায়ও গ্যাস সংকট রয়েছে।

 এদিকে গ্যাস সংকটের কারণে বাসায় ইফতার তৈরি না হওয়ায় অনেকে বাইরে থেকে তা কিনতে বের হয়েছেন বলে জানা গেছে। কেউ কেউ বাসায় থাকা কেরোসিনের স্টোভে ভরসা করছেন।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭