নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ৭ম শিরোপা
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ০৩ এপ্রিল ২০২২, ০৪:২৯ দুপুর | অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপের ইতিহাসে সপ্তমবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে ‘লাকি সেভেন’ শিরোপা নিজেদের ঘরে তুলেছে অজি নারীরা। এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন মেগ ল্যানিংয়ের দল।

ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েন অ্যালিসা হিলি। ১৩৮ বলে ১৭০ রানের তার ইনিংসটি ছেলে-মেয়ে মিলিয়েই ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ারই একজনের। ২০০৭ সালে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে অ্যাডাম গিলক্রিস্ট করেছিলেন ১৪৯ রান।

রোববার (৩ এপ্রিল) ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাট করতে নেমে হিলির অতিমানবীয় রেকর্ড ভাঙ্গা ইনিংসে ভর করে ৫ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করে অজি নারীরা। জবাবে ন্যাট শিভারের ক্যারিয়ারসেরা অপরাজিত ১৪৮ রানের ইনিংসেও ২৮৫ রানের বেশি তুলতে পারেনি ইংলিশ ব্যাটাররা।

৩৫৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইংলিশ ব্যাটারদের মধ্যে শিভার ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি। ম্যাচে ইংলিশদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান মাত্র ২৭।

চারে নামা শিভার ১২১ বলে ১৫ চার ও ১ ছয়ে ১৪৮ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। পাঁচ ব্যাটার বিশের ঘরে গিয়ে আউট হয়ে ফেরায় বড় কোন জুটি গড়তে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ৩৮ বল বাকি থাকতে দলের অলআউট দেখে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়েন শিভার।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যালানা কিং ৬৪ রানে এবং জেস জোনাসন ৫৭ রানে নেন ৩টি করে উইকেট। এছাড়া ম্যাগান শুট ৪২ রানে নেন ২ উইকেট।

এর আগে টসে হেরে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের সামনে রেকর্ড লক্ষ্য দাঁড় করায় অস্ট্রেলিয়া। অজি দুই ওপেনার হিলি ও রাসেল হায়েন্স বড় জুটি গড়ে দলটির ইনিংস শুরু করেন। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান করা এই দুই ব্যাটার গড়েন ১৬০ রানের জুটি। হায়েন্স ৭ চারে ৬৮ রান করে এক্লেস্টোনের বলে ফিরলে ভাঙ্গে ওপেনিং জুটি।

আউট হওয়ার আগে তিনে নামা বেথ মুনিকে নিয়ে ১৫৬ রানের বিশাল জুটি গড়েছেন হিলি। মুনিও করেন ৪৭ বলে ৮ চারে ৬২ রান। শেষদিকে দ্রুত কিছু উইকেট হারানোতে ৩৫৬ রানের বেশি করতে পারেনি অজিরা। ইংল্যান্ডের পক্ষে অ্যানিয়া শ্রুবশোল ৪৪ রানে ৩ উইকেট শিকার করেন।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭