খালেদের জোড়া উইকেটে দিনের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০১ এপ্রিল ২০২২, ০৩:২৬ দুপুর | অনলাইন সংস্করণ
৪ উইকেটে ২৩৩ রান তুলে ডারবান টেস্টের প্রথম দিন শেষ করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দিন শেষে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা (৫৩) ও কাইল ভেরিয়েন্ন (২৭)। দুজনের থিতু জয়ে যাওয়া জুটিতে বাড়ছিল বাংলাদেশের বিপদ। তবে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১২ রান যোগ করতেই জুটি ভেঙেছেন পেসার খালেদ আহমেদ।

দ্বিতীয় দিনের ষষ্ঠতম ওভার করতে এসে দ্বিতীয় বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন কাইল ভেরিয়েন্নেকে। ২৮ (৮১) রান করা ভেরিয়েন্নে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

পরের বলে আবারও খালেদের আঘাত। নতুন ব্যাটার উইয়ান মাল্ডার বুঝেই উঠতে পারেননি খালেদের বল। লাফিয়ে ওঠা বলটা খেলতে গিয়ে গালিতে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে তুলে দিয়ে বিদায় নেন রানের খাতা খোলার আগে।

খালেদের জোড়া উইকেটে দিনের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। গতকাল টাইগার কোচ রাসেল ডমিঙ্গোও বলেছিলেন, ৩২০ রানের মধ্যে প্রোটিয়াদের অলআউট করতে।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৫ রান। টেম্বা বাভুমা অপরাজিত রয়েছেন ৬৪ রানে, সঙ্গে রয়েছেন কেশব মহারাজ।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭